সীতাকুন্ডে ভ্রাম্যমান আদালতের জরিমানা

সীতাকুন্ড প্রতিনিধি : সীতাকুন্ডে ভ্রাম্যমান আদালত চাউলের আড়তদারদের গুদাম ও কাঁচা বাজারে অভিযান চালিয়ে চাউল আড়তদার গুদামের ৪ জন মালিককে জরিমানা করেছে। জানা যায়, আজ (২৭ জুলাই) বুধবার দুপুর সাড়ে১২টায় পৌর সদরে ভ্রাম্যমান আদালতের উপজেলা নির্বাহী অফিসার ও সিনিয়র নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল ইসলাম ভূঁইয়া চাউলের আড়তের মালিকদের গুদামে অভিযান চালিয়ে অতিরিক্ত চাউল মজুদ রাখায় ৪টি দোকানের মালিককে মোট ১২৭০০/- টাকা জরিমানা করে।

এরপর সদরে অবস্থিত মহিলা কলেজ ও স্কুলের রাস্তার পাশে ফুটপাতের কাঁচা বাজারের দোকানগুলো তুলে দিয়ে ছাত্রীদের আসা যাওয়ার পথ পরিস্কার করে দেয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন, পাট অধিদপ্তরের পরিদর্শক বাবুল দাশ, ম্যাজিষ্টেটেরসি মোঃআবুল খায়ের, বাজার কমিটির সভাপতি মোঃ নাছির উদ্দিন ভূঁইয়া, সহ-সভপতি মোঃ সোহেল, থানার এসআই মোঃআশরাফ হোসেনসহ সঙ্গীয় পুলিশ ফোর্স।

এ বিভাগের আরও খবর

Comments are closed.