সীতাকুন্ডে জাহাজ থেকে পড়ে মৃত্যু

কামরুল ইসলাম দুলু, সীতাকুন্ড : সীতাকুণ্ডে জাহাজ ভাঙ্গা কারখানায় জাহাজের উপর থেকে নিচে পড়ে গিয়ে জালাল উদ্দিন (২৭) নামক এক ফিটার শ্রমিক নিহত হয়েছে। নিহত জালাল উদ্দিন নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার কালীকাপুর গ্রামের আবু বক্করের পুত্র বলে জানা যায়। আজ (২৭ জুলাই) বুধবার সকাল সাড়ে ৯টায় বড় কুমিরা এলাকায় মাষ্টার এন্ড ব্রাদার্স নামক জাহাজ ভাঙ্গা কারখানায় এই দূঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল ৯টা ৩০ মিনিটের সময় মাষ্টার এন্ড ব্রাদার্স নামের একটি জাহাজ ভাঙ্গার কারখানায় জাহাজের উপরে কাজ করার সময় হঠাৎ লোহার বড় একটি পাটাতন এসে তাকে ধাক্কা দিলে সে জাহাজের উপর থেকে ৪০০ ফুট নিচে পড়ে নিহত হয়।

সীতাকুন্ড থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের ময়না তদন্ত শেষে তার গ্রামের বাড়ীতে পাঠানো হবে এবং উক্ত দূর্ঘটনায় সীতাকুণ্ডে থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

অন্যদিকে এ ঘটনায় নিহত শ্রমিকের সরকারি শ্রম বিধি মোতাবেক ক্ষতি পূরণ দেওয়ার জন্য দাবী জানিয়েছেন মানবাধিকার সংগঠন আইন ও অধিকার সংস্থা।

এ বিভাগের আরও খবর

Comments are closed.