সীতাকুন্ডে শীপ ইয়ার্ড ও বিএম কন্টেইনার ডিপুতে ২ নিহত

কামরুল ইসলাম দুলু : সীতাকুণ্ডে পৃথক দুর্ঘটনায় দুই কারখানা দুই শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার পৃথক পৃথক সময়ে উপজেলার কাশেম জুট মিল সংলগ্ন বিএম কনটেইনার ডিপো ও দক্ষিণ সোনাইছড়ির বারআউলিয়া এলাকার ম্যাক করপোরেশন শীপ ব্রেকিং কারখানায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত শ্রমিকরা হলেন, লক্ষীপুর জেলার ভবানীগঞ্জ থানার জালাল আহম্মদের ছেলে মো.খোকন (৪০) ও বগুড়া জেলার সরিষাকান্দি থানার মধ্যম পাড়া এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে মুখলেছুর রহমান (৩৮)। কারখানার শ্রমিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় উপজেলার কাশেম জুট মিল সংলগ্ন বিএম কনটেইনার ডিপো কারখানায় তুলার গাইড ট্রাকে লোড করছিলেন খোকন। লোড করার এক পর্যায়ে অসাবধানতাবশত তুলার গাইড মাথায় পড়লে নিচে ছিটকে পড়ে মাথা থেতলে গিয়ে গুরুতর আহত হন তিনি। দুর্ঘটনার পর আহত খোকনকে শ্রমিকরা

উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২ টায় তার মৃত্যু হয়। অপরদিকে একি দিন রাত ১ টায় উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের বারআউলিয়া এলাকার ম্যাক করপোরেশন শীপ ব্রেকিং কারখানায় ট্রাক আনলোড করার সময় অসাবধানতাবশত লোহার পাত মাথায় পড়ে গুরুতর আহত হন শ্রমিক মোখলেছুর রহমান।

দুর্ঘটনার পর কর্মরত অন্যান্য শ্রমিকরা আহত মোখলেছুর রহমানকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে তার মৃত্যু হয়। সীতাকুণ্ড থানার ওসি ইফতেখার হাসান জানান, দুর্ঘটনায় গুরুতর আহত দুই কারখানা শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। নিহত শ্রমিকের ময়নাতদন্ত শেষে তাদের লাশ গ্রামের বাড়িতে পাঠানো হবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.