সৌদিতে বেতনের দাবিতে শ্রমিক বিক্ষোভ

মোরশেদরানা : সৌদিআরবজেদ্দায়( ৩০জুলাই)৭মাসের বকেয়া বেতনের দাবিতে এক বিক্ষোভে অংশ নিয়েছেন সৌদি অগেরকোম্পানির শতাধিক শ্রমিক,কর্মচারী। জানাযায়,গত ৭ মাস ধরে তারা কোম্পানি থেকে বেতন না পেয়েই বিক্ষোভে অংশ নিতে বাধ্য হয়েছেন। যদিও এই বিক্ষোভ সফল হতে দেয়নি সৌদি পুলিশ।

মক্কা পুলিশের মুখপাত্র আত্তি আল কুরাশি জানিয়েছেন, কর্মচারীদের বকেয়া বেতনের বিষয়টি শ্রমমন্ত্রী এবং সামজিক উন্নয়ন সংস্থাকে জানানো হয়েছে। ওই এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। শ্রমমন্ত্রণালয়ের মুখপাত্র খালেদ আবা আল খাইল জানিয়েছেন, এই সমস্যাটি বিলম্ব বেতনের সঙ্গে সম্পৃক্ত। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রণালয়ের মক্কা শাখার মিডিয়া পরিচালক আহমেদ আল গামদি এক বিবৃতিতে জানান, বেতন সুরক্ষা আইন ভঙ্গ করায় ওই কোম্পানির সব কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। কর্মচারীদের বেতন পরিশোধের বিষয়টি নিশ্চিত করতে বেশ কয়েকবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওই কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। শ্রমিকদের বেতন বকেয়া রাখার কারণে ওই কোম্পানির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথাও বলেছেন।

তবে,বিক্ষোভরত শ্রমিকদের মধ্যে কোন বাংলাদেশী আছে কিনা নিশ্চিত হওয়া যায়নি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.