বাড়ি হারাচ্ছেন মওদুদ

ঢাকা : রাজধানীর গুলশানে সাড়ে তিন বিঘার ওপর নির্মিত বাড়িটির মালিকানা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের আর থাকছে না। এই বাড়িটি তার ভাই মনজুর আহমদের নামে নামজারি ও ডিক্রি জারির যে রায় হাইকোর্ট দিয়েছিল তা আপিল বিভাগে বাতিল হয়ে গেছে। সেই সঙ্গে মওদুদের বিরুদ্ধে সরকারি বাড়ি আত্মসাতের অভিযোগে দুদকের করা মামলাও বাতিল হয়ে যায়।

আজ (২ আগষ্ট) মঙ্গলবার এ রায় দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বেঞ্চ। বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি নিজামুল হক।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল জানান, বাড়িটি এখন রাজউক নিজেদের তত্ত্বাবধানে নেবে।

প্রসঙ্গত, ১৯৮৫ সালে উপরাষ্ট্রপতি থাকার সময় ভাইয়ের নামে রাজউকের কাছ থেকে বাড়িটি নিয়েছিলেন মওদুদ। এ বাড়ির মালিক ছিলেন অস্ট্রিয়ার কূটনীতিক ইনজে ফ্লাট। তিন দশক ধরে ওই বাড়িতে বসবাস করে আসছিলেন তিনি।

এ বিভাগের আরও খবর

Comments are closed.