৪০১ যাত্রী নিয়ে হজ ফ্লাইট শুরু

0

ঢাকা : ৪০১ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে। আজ (৪ আগষ্ট) বৃহস্পতিবার সকাল ৮টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে ফ্লাইট বিজি-১০১১। এ সময় বিমানবন্দরে হজযাত্রীদের বিদায় জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এবং ধর্মমন্ত্রী মতিউর রহমান।

মেনন বলেন, বিমান যাত্রাকে সবার জন্য নিরাপদ করতে সব ধরনের প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে। এ বছর সবাই স্বচ্ছন্দে হজ পালন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

এবার বাংলাদেশ থেকে বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন ও সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার মানুষ হজে যাবেন। সৌদি আরবে হজযাত্রীদের পৌঁছে দিতে ৫ সেপ্টেম্বর পর্যন্ত ফ্লাইট চলবে। আর ফিরতি ফ্লাইট ১৭ সেপ্টেম্বর শুরু হয়ে ১৬ অক্টোবর পর্যন্ত চলবে।

চাঁদ দেখা সাপেক্ষে ১২ সেপ্টেম্বর (৯ জিলহজ) হজ হতে পারে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.