চীনে কাঠগড়ায় মানবাধিকার আইনজীবী

0

আন্তর্জাতিক : নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চীনের বিশিষ্ট এক মানবাধিকার আইনজীবী ঝোউ শিফেং-কে বৃহস্পতিবার বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। দেশে ভিন্নমতাবলম্বীদের ওপর কর্তৃপক্ষের দমন-পীড়নের মধ্যে চলতি সপ্তাহে এ ধরনের তৃতীয় ঘটনা ছিল এটি।

আইনজীবী ঝোউ শিফেং হচ্ছেন বেইজিং ফেংরুই ল ফার্মের পরিচালক। প্রতিষ্ঠানটি অন্যান্যের মধ্যে যৌন হয়রানির শিকার হওয়া ব্যক্তি, নিষিদ্ধ ধর্মীয় গ্রুপের সদস্য এবং ভিন্নমতাবলম্বী পণ্ডিত ব্যক্তিদের পাশে দাঁড়িয়ে থাকে। তথাকথিত ‘৭০৯ দমন-পীড়নের’ কেন্দ্রে ছিল এ প্রতিষ্ঠান। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ বিবেচনা করা বিভিন্ন মামলায় জড়িত থাকার অভিযোগে ২ শতাধিক সক্রিয় কর্মী ও আইনজীবীকে আটক করা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার এ বিচার কাজ চলাকালে এএফপি-র সাংবাদিককে আদালতে প্রবেশের সুযোগ দেয়া হয়নি। এছাড়া এর আগেও এ ধরণের বিভিন্ন মামলায় কেবলমাত্র আদালত-নিয়োগপ্রাপ্ত আসামী পক্ষের আইনজীবীদের উপস্থিত থাকার সুযোগ পান। এএফপি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.