নরওয়ের রাজধানী অসলোতে যাচ্ছেন তামিম

0

খেলাধুলা : বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় ‘প্লে ফর পিস’ শিরোনামে একটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে নরওয়ের রাজধানী অসলোতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবাল। আগামী ১৭ আগস্ট ম্যাচটি খেলতে ঢাকা ছাড়বেন এই হার্ডহিটার ব্যাটসম্যান। ১৯ আগস্ট বিসলেট স্টেডিয়ামে পাকিস্তান একাদশের বিপক্ষে বিশ্ব একাদশের হয়ে মাঠে নামবেন তিনি।

ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনুমতি পেয়েছেন তামিম। টি-টোয়েন্টি ফরম্যাটের এই ম্যাচটিতে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে তামিমই যাচ্ছেন। প্লে ফর পিস ক্রিকেট অসলোর একটি সংস্কৃতি ও ক্রীড়া উৎসব। বিগত কয়েকবছর ধরে শহরটিতে এই উৎসব হয়ে আসছে।

তামিম ছাড়াও এ ম্যাচে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার খেলবেন। পাকিস্তানি গতি তারকা শোয়েব আকতার, ভারতীয় দুই ভাই ইরফান পাঠান ও ইউসুফ পাঠান ও শ্রীলঙ্কার সানাথ জয়সুরিয়ার খেলার কথা রয়েছে। পাকিস্তানের বর্তমান টেস্ট অধিনায়ক মিসবাহ উল হক পাকিস্তান একাদশের নেতৃত্ব দিতে পারেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.