ঢাকার পল্লবী থেকে ৪৪জন নেপাল নাগরিক আটক

0

সিটিনিউজবিডি :    ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও অবৈধভাবে বাংলাদেশে অবস্থান করায় ৪৪ জন নেপাল নাগরিককে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার সংবাদ পেয়ে শুক্রবার ভোর রাত থেকে অভিযান চালিয়ে ৪৪ নেপালি নাগরিককে পল্লবীর ডিওএইচএসের ৭ নং সড়কের ১০৬০ নং বাসা থেকে আটক করে পল্লবী থানা পুলিশ। বর্তমানে পুলিশ হেফাজতে তাদের ওই বাসাতেই রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) দাদন ফকির। তিনি জাগো নিউজকে জানান, গত মে মাসে তারা ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন। গত ১৭ জুন তাদের সবার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। কিন্তু এরপরেও তারা ভিসার মেয়াদ না বাড়িয়ে অবৈধভাবে বাংলাদেশ অবস্থান করছিলেন।

তারা এখানে ট্যুরিস্ট ভিসায় আসলেও মূল উদ্দেশ্য ছিল কাজ নেয়া। কিন্তু সেভাবে কোনো কাজও তারা পাননি।

ওসি বলেন, আটক সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা হতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। তাদের পুশব্যাকও করা হতে পারে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.