তিনদিন বিরতির পর সরকারি ব্যবস্থাপনার হজ ফ্লাইট শুরু

0

ঢাকা : তিনদিন বিরতির পর সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের ফ্লাইট আবার শুরু হচ্ছে আজ (বুধবার)। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ২টি ফ্লাইট (বিজি ৩০২৭) ও সৌদি এয়ারলাইন্সের ১টিসহ (বিজি ৫০২৭) ৩টি ফ্লাইট সরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের নিয়ে সৌদি আরবে পৌঁছানোর কথা রয়েছে। মক্কা থেকে প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এ তথ্য জানা গেছে।

বুলেটিন সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১০টায় হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রশাসনিক দলের উপ-দলনেতা মো. শহিদুজ্জামানের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের ৪র্থ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। প্রথম পর্যায়ে আগত সরকারি ব্যবস্থাপনায় সকল হজযাত্রী এখন মদিনায় অবস্থান করছেন বলে জানা গেছে।

সর্বশেষ ৯ আগস্ট পর্যন্ত মোট ১৮ হাজার ১৯ জন যাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার ২ হাজার ৮৭ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ১৫ হাজার ৯৩২ জন হজযাত্রী রয়েছেন। চলতি বছর বাংলাদেশ থেকে ১ লাখ ১ হাজার ৭৫৮ জন হজ পালন করবেন বলে আশা করা হচ্ছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.