সৌদি আরবে সোফা কারখানায় আগুনে পুড়ে ৪ বাংলাদেশি নিহত

0

মোরশেদ রানা : সৌদিআরব রিয়াদে সোফার কারখানায় আগুনে পুড়ে ৪ বাংলাদেশি নিহত হয়েছে। বুধবার ১০ আগস্ট স্থানীয় সময় বিকেল সাড়ে ২ টার দিকে সৌদি আরব রিয়াদের হারাজ বিন কাশেম মানফুহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিন্দা। তারা হলেন, উপজেলার খাজুরা শ্রীপুরপাড়া গ্রামের সৈয়দ আলীর ছেলে শামিউল ইসলাম ওরফে সাদ্দাম হোসেন(৩৪), খাজুরা জর্ণাদ্দনবাটি গ্রামের গফুর মোল্লার ছেলে জামাল হোসেন মোল্ল‍া (৪৫), আজের আলীর ছেলে অসীম (২৭) ও খাজুরা ভাটোপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে আমিরুল ইসলাম (৩৫)।

জানাযায়, নিহতগণ সৌদি আরবের রাজধানী রিয়াদের পুরাতন শহর হারাজ বিন কাশেম মানফুহা এলাকায় একটি কারখানায় সোফা তৈরির কারখানায় কাজ করতেন। বুধবার বিকেলে কাজ করার সময় এয়ারকুলারে বৈদ্যুতিক শটসার্কিটে আগুন ধরে চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধারের চেষ্টা করেন। তার আগেই আগুনে পুড়ে তাদের মৃত্যু হয়। নিহত চার জনের লাশ স্থানীয় হাসপাতালের হিমঘারে রাখা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.