ছাত্র বন্ধনের উদ্যেগে জাতীয় শোক দিবস পালিত

0

সিটিনিউজবিডি : হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গের ৪১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে ছাত্র বন্ধন চট্টগ্রাম মহানগরের উদ্যেগে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে গতকাল (১৫ই আগস্ট) দিন ব্যাপি জাতীয় শোক দিবস পালন করা হয়।

সংগঠনের দোস্ত বিল্ডিংস্থ কার্য্যলয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য দিনের কর্মসূচী শুরু হয়। এরপর কালো ব্যাচ ধারন এবং সেদিন নিহত সকলের আত্মার মাগফেরাত কামনার মিলাদ মাহফিল শেষে বিকেল ৪টায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছাত্র বন্ধন চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক সিটি কলেজ ছাত্রলীগ নেতা সাইফুল্লাহ সাইফের সভাপতিত্বে এবং ছাত্রলীগ নেতা ফাহিমুল ইসলাম ইরফানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন শাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভপতি সাংবাদিক কামরুজ্জামান রনি। সভায় অতিথিবৃন্দ ১৯৭৫ সালের ১৫ই আগস্টের ঘটনা প্রবাহ তুলে ধরার পাশাপাশি সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সেই সাথে সাম্প্রতিক জঙ্গিবাদ মোলাবেলায় ছাত্র সমাজ মুজিব আদর্শের পতাকা হাতে ভ্যানগার্ড হিসেবে কাজ করলে কোন অপশক্তিই বাংলাদেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবেনা বলে আশাবাদ ব্যাক্ত করেন ।

সভায় অন্যানের মধ্যে আরো বক্তব্য রাখেন, এজিএম আবদুল মুকিত, আবদুল্লাহ আল নোমান,সৈয়দ মাহমুদ উল্লাহ, ইনজামামুল হক, নজরুল ইসলাম, জিয়াউর রহমান জিয়া, মোঃ হানিফ, জাহেদ হাসান সজীব, আবদুর রউফ রাসেল, মোঃ মাসুদ রানা, হিয়াস উদ্দিন রনি, সামশেদ হোসেন ওমর, শহীদুল ইসলাম আদিল, শাহাদাৎ আলম রায়হান, ফারদিন খান পারভেজ, মোঃ হাবিবুল্লাহ, শাওন শেখ, প্রান্থ চক্রবর্তী, নিউটন মজুমদার, এরফানুল ইসলাম ইফতু, জায়জিদ কামাল মাহমুদ প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.