জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সাংবাদিকদের লড়াই চলবে

0

সিটিনিউজবিডি :   চট্টগ্রামের সাংবাদিকরা জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। শনিবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।

সিইউজে’র সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীরর সভাপতিত্বে যুগ্ন সম্পাদক স্বরূপ ভট্টাচার্যের সঞ্চালনায় ওই মানববন্ধনে বক্তব্য রাখেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সহ-সভাপতি শহীদ উল আলম, সিইউজে’র সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, বিএফইউজে’র যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, সিইউজে’র সহ-সভাপতি রতন কান্তি দেবাশিষ, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ আলী আব্বাস, সহ-সভাপতি আবুল মন্সুর, যুগ্ন সম্পাদক চৌধুরী ফরিদ, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক নির্মল চন্দ্র দাশ, সুপ্রভাত বাংলাদেশ এর ইউনিট প্রধান স ম ইব্রাহীম, প্রিতম দাশ, আব্দুর রব পাটোয়ারী প্রমুখ।

নের্তৃবৃন্দ বলেন, ইসলামের নামে যারা সহিংসতা করছে, তারা প্রকৃত অর্থে ইসলামকে কলঙ্কিত করছে। তারা মানবতার শত্রু। তাদের কাছে দেশি-বিদেশি, শিশু, মহিলা কিংবা নামাজি কোন ভেদাভেদ নেই। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তিই ভিন্ন ভিন্ন নামে একত্রিত হয়ে বিচ্ছিন্ন হামলা চালাচ্ছে। সাংবাদিক ও মানুষ হিসেবে আমরা দেশের ১৭ কোটি জনগণের সাথে থেকে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।

সন্ত্রাসের বিরুদ্ধে কোনো বিভাজন নয়। আমরা ঐক্যবদ্ধভাবে সবাই চাই সন্ত্রাসবাদ নিপাত যাক। ধর্মের অপব্যাখ্যার নামে হত্যা, সন্ত্রাস চালিয়ে যেতে দেবনা। সাংবাদিকরা শুধু কলম সৈনিক নন, বঙ্গবন্ধুর আদর্শের রাজপথের সৈনিক। কোনো অপশক্তি সাংবাদিকদের এ প্রতিবাদ দাবিয়ে রাখতে পারবে না। একইসাথে মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনার কাছে আবেদন জানান- যাতে প্রশাসনের ব্যর্থতায় আর কোন প্রাণ অকালে ঝড়ে না যায়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.