বান্দরবানে চালককে মারধরের প্রতিবাদে সিএনজি ও মাহেন্দ্র ধর্মঘট

0

বান্দরবন প্রতিনিধি : চাঁদার দাবিতে একটি মাহেন্দ্র ট্যাক্সি আটক এবং চালককে মারধরের প্রতিবাদে বান্দরবান জেলা সদরের কয়েকটি রুটে সিএনজি ও মাহেন্দ্র ট্যাক্সি চলাচল বন্ধ করে দিয়েছে মালিক ও চালক সমিতি। আজ ২২ আগষ্ট সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বান্দরবান শহরের বালাঘাটা-চড়ুই পাড়া সড়কে মাহেন্দ্র চালক মোহাম্মদ রাসেলকে মারধরের প্রতিবাদে আকস্মিক এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।

এদিকে, মাহেন্দ্র চালককে মারধরের প্রতিবাদে আজ সোমবার দুপুর দেড়টায় বান্দরবান শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চ চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। বান্দরবান জেলা সিএনজি ও মাহেন্দ্র মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হোসেন এতে সভাপতিত্ব করেন।
সমাবেশে দেওয়া বক্তৃতায় তিনি জানান, হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার না করা পর্যন্ত এ ধর্মঘট চলবে। মোহাম্মদ হোসেন অভিযোগ করেন, সন্ত্রাসীরা সম্প্রতি মালিক সমিতির কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। এই চাঁদা দিতে সম্মত না হওয়ায় যানবাহন চলাচলে প্রায়ই বাধা সৃষ্টি করা হচ্ছে।
বান্দরবান সদর থানার ওসি রফিক উল্লাহ জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.