গাজীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

0

সিটিনিউজবিডি: গাজীপুরের কাপাসিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মঞ্জুর হোসেন (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ ২৪ আগষ্ট বুধবার বিকেলে কাপাসিয়া উপজেলার উত্তরখান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মঞ্জুর হোসেন ওই এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সেন্টু চন্দ্র সিংহ জানান, বিকেল সাড়ে ৪টার দিকে উত্তরখানে বাড়ির পাশে ধান খেতে কাজ করছিলেন মঞ্জুর হোসেন। এক পর্যায়ে ধান খেতের উপর দিয়ে টানানো বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.