পাহাড়তলী থানার ওসি-এএসআইকে কারণ দর্শানোর আদেশ আদালতের

0

সিটিনিউজবিডি: বিচারাধীন মামলার বাদিকে খুঁজে না পাওয়ার মিথ্যা প্রতিবেদন দাখিল করায় নগরীর পাহাড়তলী থানার ওসি রনজিৎ কুমার বড়ুয়া এবং এএসআই আবসার উদ্দিনকে কারণ দর্শানোর আদেশ দিয়েছেন আদালত।

আগামী ২০ অক্টোবর তাদের সশরীরে হাজির হয়ে কারণ দর্শানোর জবাব দেয়ার আদেশ দিয়েছেন চট্টগ্রামের তৃতীয় যুগ্ম দায়রা জজ বিলকিস আক্তার।

ওই মামলায় রাষ্ট্রপক্ষের কৌসুলি এপিপি তুহিন গাঙ্গুলি বিষয়টি জানিয়েছেন।

নগরীর পাহাড়তলী থানায় চাঁদাবাজির অভিযোগে ১২ জনের বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলার বাদি মাহবুবুর রহমান ও সাক্ষী হিসেবে তার ভাইকে আদালতে হাজিরের জন্য গত ২৮ জুন সমন জারি করেন আদালত।

সূত্রমতে, রোববার (২৮ আগস্ট) আদালতে দাখিল করা প্রতিবেদনে পাহাড়তলী থানার এএসআই আবসার উদ্দিন উল্লেখ করেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করে বাদি ও সাক্ষীকে খুঁজে পাওয়া যায়নি।

তবে প্রতিবেদন দাখিলের পরই বাদি আদালতে হাজির হন। তিনি প্রতিবেদন প্রত্যাখান করে আদালতকে জানান, তার কাছে সমন পৌঁছানো হয়নি। তার বাড়ি পাহাড়তলী থানা থেকে মাত্র তিনশ ফুট দূরে। তার সঙ্গে যোগাযোগ না করেই মিথ্যা প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে।

আদালত বাদির বক্তব্য শুনে ওসি রনজিৎ কুমার বড়ুয়া এবং এএসআই আবসার উদ্দিনকে শোকজ করেছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.