রাঙামাটির সাপছড়িতে গ্যাসের সন্ধান

0

মোঃ সাইফুল উদ্দীন, রাঙামাটি : রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের শালবন যৌথ খামার পাড়ায় গভীর নলকূপের পাইপ দিয়ে গ্যাস বের হচ্ছে। সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, গ্যাসের আগুন দিয়ে রান্না করছেন এক ব্যক্তি।
স্থানীয় বাসিন্দা টিটিশন চাকমা জানান, বুধবার (২৪ আগস্ট) নলকূপের পাইপ বোরিং করার সময় কয়েকশ’ ফুট নিচে যাওয়ার পর প্রথমে আপনা-আপনি পানি বের হতে থাকে। এ সময় পাইপ জোড়া দেওয়ার জন্য আগুন ধরালে তাতে আগুন ধরে যায়।
যারা নলকূপ স্থাপন করছিলেন সারোয়ার তাদের একজন। তিনি জানান, জেলা পরিষদের পক্ষ থেকে নলকূপ স্থাপনের জন্য বেশ কয়েক মাস আগে থেকে কাজ চলছে। বুধবার ৪৬০ ফুট গভীরে পাইপ বোরিং করে ফিল্টার ড্রপ দেওয়ার জন্য কয়েকটি নিপিল দিয়ে জোড়া লাগানোর সময় দিয়াশলাইয়ের আগুন দিলে পাইপে আগুন জ্বলতে থাকে।
দোকানদার রূপায়ন চাকমা বলেন, আমি নলকূপের পাইপ দিয়ে বের হওয়া গ্যাস দিয়ে দোকানের রান্নার কাজ করছি।
তিন নম্বর সাপছড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রিটন বড়ুয়া জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে, এখনো নিশ্চিত হওয়া যাচ্ছে না এটা কোনো গ্যাসক্ষেত্র কিনা।
এদিকে, মাটির নিচে গ্যাসের মজুর থাকার খবর শুনে ওই এলাকার প্রায় ৫০টি পরিবার আতঙ্কে রয়েছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, মনে হচ্ছে এটা পকেট গ্যাস। তারপরও আমি বিষয়টি পর্যবেক্ষণে রেখেছি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.