বঙ্গবন্ধুর খুনিকে ফেরত দেওয়ার আশ্বাস যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর  

0

সিটিনিউজবিডি : যুক্তরাষ্ট্রে থাকা বঙ্গবন্ধুর এক খুনিকে ফেরত পাঠানোর বিষয়ে আশ্বাস দিয়েছেন ঢাকা সফররত দেশটির পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কেরির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ কথা জানান।

ধারণা করা হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে।

মাহমুদ আলী বলেন, বৈঠকে দুই দেশের নিরাপত্তা ও মানবাধিকারের বিষয়ে আলোচনা হয়। সাম্প্রতিক জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘জিরো টলারেন্স’ নীতির ভূয়সী প্রশংসা করেছেন জন কেরি।

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানান, বৈঠকে জিএসপি সুবিধার বিষয়ে আলোচনা হয়নি। তবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশ নিয়ে কথা হয়েছে।

বৈঠকে অন্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন। পরে পররাষ্ট্রমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজে অংশ নেন কেরি ও তার সফরসঙ্গীরা।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে পৌঁছলে কেরিকে স্বাগত জানান প্রধানমন্ত্রী।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.