জাল টাকার সিন্ডিকেটের মূল হোতাসহ দম্পতি গ্রেফতার 

0

সিটিনিউজবিডি :  জাল নোট সিন্ডিকেটের মূল হোতাসহ দম্পতি গ্রেফতার করেছে সিএমপির মহানগর গোয়েন্দা পুলিশ । ০২ লক্ষ ৬০ হাজার টাকার জাল নোট উদ্ধার করে তাদের কাছ থেকে পুলিশ । গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তাহারা স্বামী স্ত্রী। গ্রেফতারকৃত আসামী মোঃ জসিম উদ্দিন এবং বিবি তাসলিমা আক্তার শিল্পী নগরীর খুলশী থানার মামলা নং-০১ তাং-০১/০১/২০১৬ ইং এর এজাহার নামীয় আসামী। আসামী জসিম উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় জালনোট সংক্রান্তে একাধিক মামলা রয়েছে। উক্ত দম্পতি দীর্ঘ ৭/৮ বছর একটি সিন্ডিকেটের মাধ্যমে জাল নোট ব্যবসা করে আসছে এবং উক্ত জসিম চট্টগ্রাম অঞ্চলের জাল নোট ব্যবসার মূল হোতা। সে চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী এবং কক্সবাজারসহ বিভিন্ন অঞ্চলে জাল নোট ব্যবসা করে আসছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে হালিশহর থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।

গত ২৯আগস্ট রাত ১০.৩০ ঘটিকার সময় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) জনাব নাজমুল হাসান এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক জনাব মোঃ ফজলুল করিম সেলিম, পুলিশ পরিদর্শক জনাব শাহাদাৎ হোসেন খাঁন, এসআই/শিবেন বিশ্বাস, এসআই/মোস্তাক আহম্মদ সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে হালিশহর থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকা, রোড নং-১, বসুন্ধরা টাওয়ার, ৫ম তলা, ৫-বি প্ল্যাটে বিশেষ অভিযান পরিচালনা করে আসামী ১) মোঃ জসিম উদ্দিন (৩২), পিতা-মৃত সোনা মিয়া, মাতা-মোহসেনা বেগম, ২) বিবি তাসলিমা আক্তার শিল্পী (২৬), স্বামী-জসিম উদ্দিন, মাতা-হোসনে আরা বেগম, উভয় সাং-পশ্চিম গুমদন্ডি (আফজাল তালুকদারের বাড়ী), ৯নং ওয়ার্ড, থানা-বোয়ালখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে- দক্ষিণ হালিশহর, বসুন্ধরা আবাসিক এলাকা, রোড নং-১, বসুন্ধরা টাওয়ার, ৫ম তলা, ৫-বি প্ল্যাট, থানা-হালিশহর, জেলা-চট্টগ্রাম’দ্বয়কে ২৬০টি ১০০০ টাকার জাল নোট, যার সর্বমোট মূল্য ০২ লক্ষ ৬০ হাজার টাকা ও ০৭টি মোবাইল সেটসহ হাতে নাতে গ্রেফতার করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.