চলছেনা সিএনজি গাড়ী, জলছে না চুলো

0

জুবায়ের সিদ্দিকী :   চট্টগ্রাম মহানগরীতে গ্যাসের তীব্র সংকটে দুর্ভোগে পড়েছেন নগরবাসী। বিদ্যুৎ কেন্দ্র, শিল্প কারখানা, হোটেল রেস্তোঁরা থেকে শুরু করে বাসা বাড়ীতে গ্যাস না থাকায় নানা মুখী সংকট তৈরি হয়েছে। গত সোমবার থেকে গ্যাস না পাওয়াতে রাজপথে যান চলাচল কমে এসেছে। চট্টগ্রামের গ্যাস ভিত্তিক ২টি বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন ব্যহত হচ্ছে।

বাসা বাড়ীতে জলছেনা চুলা। সিলেন্টের বিবিয়ানায় গ্যাস ক্ষেত্রের উৎপাদন ব্যহত হওয়ায় জাতীয় সঞ্চলন লাইন থেকে গ্যাস না পাওয়ায় চট্টগ্রামে এসমস্যা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

সোমবার ও মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর অধিকাংশ সিএনজি পাম্প ঘুরে দেখা গেছে, প্রাইভেট কার, মাইক্রোবাস ও সিএনজি টেক্সীর দীর্ঘ লাইন। সিএনজি রিফুয়েলিং অনেক ষ্টেশন ও বন্ধ করে দেওয়া হয়েছে। সিএনজি অটোরিক্শা ও প্রাইভেট মোটরযান গুলো বেশী বিড়ম্বনায় পড়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.