বাউবির এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

0

বাবর মুনাফ : কেক কাটা আর জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে গত ২ সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন ডাক দিয়ে যাইয়ের ২০ বছর পূর্তি ও রেলওয়ে পাবলিক স্কুলের বাউবি এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নগরীর মেলা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সংগঠনের চট্টগ্রাম দক্ষিণ অঞ্চল আহবায়ক সৈয়দা শাহানা আরা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রেলওয়ে পাবলিক স্কুলের প্রধান শিক্ষক শাখায়াত হোসেন তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক দিয়ে যাইয়ের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুসলিম আলী, প্রচার সম্পাদক রুপম কান্তি দাশ, কাজেম আলী স্কুল এন্ড কলেজ পরিচালনা পরিষদের সদস্য সেলিম উদ্দিন, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন ডাক দিয়ে যাই চট্রগ্রাম দক্ষিণ অঞ্চলের যুগ্ন আহবায়ক শাহাজান সেলিম।
সংগঠনের সদস্য জনি বড়ুয়ার পরিচালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিদুয়ান মিয়া, শফিউল আলম, রেজা হায়াৎ খানঁ, আনোয়ার হোসেন, সাংবাদিক বাবর মুনাফ, সাংবাদিক সালমান চৌধুরী, সোহাগ, তৌহিদ, ইকবাল, জহির, মোস্তাফা, হানিফ, মেহেদি, আসিফ, সাথী, শারমিন, কলি, সুমি, জান্নাত সোনিয়া, রুপা, নাইম, শওকত, কামাল প্রমুখ।
পরে কেক কেটে ডাক দিয়ে যাই এর ২০ বছর পূর্তি উদযাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.