চন্দনাইশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সমাবেশ

0

মো. দেলোয়ার হোসেন, চন্দনাইশ : সরকারের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চন্দনাইশে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাতবাড়ীয়া বার আউলিয়া হামেদিয়া আলিম মাদরাসা: উপজেলার সাতবাড়ীয়া বার আউলিয়া হামেদিয়া আলিম মাদরাসার উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সমাবেশ আজ ৩ সেপ্টেম্বর সকালে মাদরাসা মিলনায়তনে পরিচালনা পরিষদ সভাপতি অধ্যাপক কমরুদ্দীন মো. ইমতিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থসারথী চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসা অধ্যক্ষ মাওলানা আবদুর রহমান। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন উপজেলা যুবলীগের আহবায়ক তৌহিদুল আলম, এড. কুতুব উদ্দিন মো. ইস্তেফাজ, মাওলানা আবু বক্কর আজাদ, আবুল কাসেম, আবদুল মোমেন, অধ্যাপক জাকের হোসেন, জাফর আলী, নুরুল ইসলাম, নুরুল ইসলাম ভুট্টু প্রমুখ।
গাছবাড়ীয়া সরকারি কলেজ: উপজেলার একমাত্র সরকারি কলেজ তথা গাছবাড়ীয়া সরকারি কলেজের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সমাবেশ সহযোগী অধ্যাপক আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর নারায়ন বৈদ্য। প্রফেসর হাসান সরওয়ারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন অধ্যাপক যথাক্রমে মাকসুদুল আমিন, বিভুতি ভুষন দত্ত, ফরিদুল আলম, মো. আলমগীর, উৎপল চন্দ্র শীল, মো. কামরুল ইসলাম, মো. সোলায়মান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. দেলোয়ার হোসেন, অভিভাবক জাফর আহমদ, ইমাম মাওলানা মনিরুল আলম, শিক্ষার্থী শওকতুল ইসলাম, সুমাইয়া ইসলাম, মিজানুর রহমান, ঝর্ণা পাল, প্রকৃতি বড়–য়া প্রমুখ।
বৈলতলী বহুমুখী উচ্চ বিদ্যালয়: উপজেলার বৈলতলী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সমাবেশ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। পরিচালনা পরিষদের সভাপতি এস এম নুরুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু কাউসার। প্রধান বক্তা ছিলেন বৈলতলী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলাল। আলোচনায় অংশ নেন উপজেলা আ’লীগের সি. সহ-সভাপতি আবুল বশর ভুইয়া, আ’লীগ নেতা যথাক্রমে এডিশনাল পিপি এড. মো. নাছির উদ্দিন, সমীরণ দাশ তপন, কবির আহমদ সওদাগর, ডা. আবুল হোসেন, মো. ইদ্রিস, বিদ্যালয় পরিচালনা পরিষদ সদস্য আবু তাহের চৌধুরী, নুরুল আলম, শাহজাহান ভুইয়া, নাজিম উদ্দিন ভুইয়া, ওমর আলী, মহিলা সদস্য আঁখি রাণী দাশ প্রমুখ।
পশ্চিম এলাহাবাদ আহমদিয়া সুন্নিয়া ফাজিল মাদরাসা: উপজেলার পশ্চিম এলাহাবাদ আহমদিয়া সুন্নিয়া ফাজিল মাদরাসার উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সমাবেশ মাদরাসায় মিলনায়তনে মাদরাসা অধ্যক্ষ (ভার:) আমিন মোজাদ্দেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সাবেক আয়কর প্রশাসনিক কর্মকর্তা এম আবদুস ছালাম। প্রধান অতিথি ছিলেন সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আলহাজ্ব আবদুল মালেক নূরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি আবদুল মালেক রানা, আ’লীগ নেতা এড. আবু ছালেহ, পরিচালনা পরিষদ সদস্য এম রিয়াজ উদ্দিন রাজু, এম আহমদুল হক, এম আবু ছৈয়দ, অভিভাবক সামশুল আলম, মেম্বার জাহাঙ্গীর আলম, মাওলানা নুরুল ইসলাম জিহাদী, রফিকুল ইসলাম, ইয়াসিন ফারুকী, মো. ইলিয়াছ, শিক্ষক এম আবু জাফর, আমজাদ হোসেন, মেজবাউল ইসলাম, শিক্ষার্থী আনোয়ার হোসেন, নূর মোহাম্মদ, নুরুল ইসলাম প্রমুখ।
হাশিমপুর এম এ কে ইউ উচ্চ বিদ্যালয়: উপজেলার হাশিমপুর এম এ কে ইউ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সমাবেশ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন এ কে এম ফজলুল হক, অশ্রুকনা চৌধুরী, আলহাজ্ব এম মোস্তাক আহমদ ফারুকী, অভিভাবক সদস্য আজিজুল হক চৌধুরী, আলহাজ্ব মাহবুব উদ্দিন চৌধুরী, মাষ্টার আমিনুল ইসলাম, জাকের হোসেন চৌধুরী প্রমুখ।
জামালুর রহমান বিজ্ঞান প্রযুক্তি স্কুল এন্ড কলেজ: উপজেলার জামালুর রহমান বিজ্ঞান প্রযুক্তি স্কুল এন্ড কলেজের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সমাবেশ অধ্যক্ষ আবদুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক উপ-সচিব মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম খান। প্রধান বক্তা ছিলেন অফিসার ইনচার্জ শেখ নেয়ামত উল্লাহ। আলোচনায় অংশ নেন আলী আজম খান, নজরুল ইসলাম খান, প্রধান শিক্ষক বিষ্ণুযশা চক্রবর্তী, সাংবাদিক এম এ রাজ্জাক রাজ, এমরান খান প্রমুখ।
হাছনদন্ডী বহুমুখী উচ্চ বিদ্যালয়: উপজেলার হাছনদন্ডী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সমাবেশ বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি আলহাজ্ব মো. নুরুচ্ছফার সভাপতিত্বে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের প্রাক্তন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ টি এম ছালেহ জহুর। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন। আলোচনায় অংশ নেন প্রধান শিক্ষক শাহীনুর আক্তার, প্রতিষ্ঠাতা মাওলানা ফজলুল করিম চৌধুরী, শিক্ষক যথাক্রমে জিয়াউদ্দিন, তুষার কান্তি বড়–য়া, নাছির উদ্দিন, তাজুল ইসলাম, যুবলীগ নেতা মেজবাহ উদ্দিন খান ভুট্টু প্রমুখ।
কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়: চন্দনাইশ সদরস্থ কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সমাবেশ প্রধান শিক্ষক বিজয়ানন্দ শ্রমণের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের শিক্ষানুরাগী সদস্য এডিশনাল পিপি এড. মো. দেলোয়ার হোসেন। আলোচনায় অংশ নেন শিক্ষক যথাক্রমে অমল কান্তি দে, রফিক আহমদ, কাজী আবদুল হাকিম, অমল কান্তি নাথ, মাওলানা নাজমুদ্দীন মো. তাওহীদ, শর্মিলা রানী দে, শামীমা আক্তার, মো. আলী, আবু ছালেহ, রনজিত দে প্রমুখ।
ফাতেমা জিন্নাহ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়: চন্দনাইশ সদরস্থ ফাতেমা জিন্নাহ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সমাবেশ বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক (ভার:) দীপক দস্তিদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য ফজলুল কবির চৌধুরী, আবু তারেক চৌধুরী, শিক্ষক যথাক্রমে কুন্তল বড়–য়া, পাপিয়া চৌধুরী, তাহমিনা আক্তার, মাওলানা মোজাহেরুল ইসলাম, সালমা হোসেন শাহীন, টিটু রানী দে, শ্যামল ভট্টাচার্য্য, রুপন কান্তি দে, বিলাস বড়–য়া, রিমা আক্তার প্রমুখ।
পাঠানদন্ডী তাহেরিয়া ছাবেরিয়া সুন্নিয়া মাদরাসা: উপজেলার পাঠানদন্ডী তাহেরীয়া ছাবেরিয়া সুন্নিয়া সিনিয়র মাদরাসার উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সমাবেশ মাদরাসা মিলনায়তনে সুপার এ টি এম আবদুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন শিক্ষক যথাক্রমে আল হোসাইন, মামুন উদ্দিন ছিদ্দিকী, আবু ছালেহ, অভিভাবক সদস্য নেছার উদ্দিন, মো. ইউসুফ, শিক্ষার্থী তানিয়া বেগম, আবিদুর রহমান, সানজিদা সুলতানা প্রমুখ।
জামিরজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া ফাজিল মাদরাসা: উপজেলার জামিরজুরী রজবিয়া আজিজিয়া রহমানিয়া ফাজিল মাদরাসার উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সমাবেশ মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাদরাসা অধ্যক্ষ (ভার:) আবু ছৈয়দ নেজামী। শিক্ষক আবুল বশরের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন শিক্ষক যথাক্রমে মহিউদ্দিন, মাওলানা নুরুল ইসলাম লতিফী, সামশুল আলম, আবু তৈয়ব, জাকের হোসাইন, বজল ইসমাইল, আবদুল আলিম, পরিচালনা পরিষদ সদস্য আবদুল মন্নান লাভলু, মেম্বার মহিউদ্দিন প্রমুখ।
জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদরাসা: চন্দনাইশ সদরস্থ জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদরাসার উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সমাবেশ মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাদরাসা অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আমিনুর রহমান। আলোচনায় অংশ নেন শিক্ষক যথাক্রমে মাওলানা ছলিমুল হক, শিক্ষক হাবিবুর রহমান, ক্বারী নুরুল আমিন, মো. মুছা, মাওলানা আমজাদ হোসেন, শিক্ষার্থী মো. ইকবাল ও শহীদুল্লাহ প্রমুখ।
আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রী কলেজ: উপজেলার একমাত্র মহিলা কলেজ তথা আমানতছফা বদরুননেছা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সমাবেশ কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মাদরাসা অধ্যক্ষ আবুল খায়েরের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন উপাধ্যক্ষ সিপ্রা সিকদার, শিক্ষক যথাক্রমে ইন্দিরা পালিত, তকি উদ্দিন ছবকী, শান্তপদ বড়–য়া, মো. আফজল, হুরনাহার চৌধুরী প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.