বোয়ালখালীতে ভ্রাম্যমাণ আদালতে তিন ব্যবসায়ীর জেল জরিমানা

0

বোয়ালখালী প্রতিনিধি : বোয়ালখালী পৌর সদরে তিন ব্যবসায়ীকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত । রবিবার বিকলে ৫টায় উপজেলা সদরে নিবার্হী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আকতার সুইটি এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

নিবার্হী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আকতার সুইটি বলেন, অবৈধভাবে সড়ক দখল করে ব্যবসায় পরিচালনার দায়ে বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডীর আবদুল গফুরের ছেলে মো. ইব্রাহীমকে ৫হাজার টাকা, মো. হোসেনের ছেলে আবুকে ১০হাজার টাকা ও ৫দিনের বিনাশ্রম কারাদন্ড এবং বাচাকে ৫দিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
এসময় বোয়ালখালী থানার উপ-পরিদর্শক পীযুষ চন্দ্র সিংহ আদালতকে সহযোগীতা করেন।
উল্লেখ্য উপজেলা সদরের পুরাতর আদালত ভবন বর্তমান সাব রেজিষ্ট্রার কার্যালয়ের সামনে সরকারি জায়গা দখল করে দীর্ঘদিন ধরে কাচা বাজার বসিয়ে ব্যবসা করলেও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি । এতে জনচলাচলসহ অফিসের কাজে আসা মানুষজনকে দূভোর্গ পোহাতে হচ্ছে।
এছাড়া পুরাতন আদালত ভবনে থাকা ভূমি অফিস ও সাব-রেজিষ্ট্রার কার্যালয়ের রেকর্ড রুম অরক্ষিত হয়ে পড়েছে । এ ব্যাপারে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.