পবিত্র কাবা শরিফের নতুন গিলাফ (কিসওয়া) হস্তান্তর

0

মোরশেদ রানা :   কাবা শরিফের নতুন গিলাফ (কিসওয়া) হস্তান্তর করেছেন পবিত্র দুই মসজিদের খাদেম বাদশাহ সালমানের পক্ষ থেকে পবিত্র নগরী মক্কার গভর্নর যুবরাজ খালেদ আল ফয়সাল।

হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পবিত্র কাবা এবং মদিনা শরিফের প্রধান তত্ত্বাবধায়ক শায়খ আবদুর রহমান আল-সুদাইস। পবিত্র নগরী মক্কার গভর্নরের জেদ্দার কার্যালয়ে এ হস্তান্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। খবর আরব নিউজ।কাবা শরীফ

বাদশাহ’র উপদেষ্টা যুবরাজ খালেদ জোর দিয়ে বলেন, সৌদি আরব দুই মসজিদের খেদমত করতে পেরে এবং হজযাত্রীদের সেবা করার জন্য সম্মানিত। তিনি আরও বলেন, সৌদি আরবের ইসলামি দায়িত্ব হলো এ দুই পবিত্র স্থানের উন্নয়নে কল্যাণমূলক বিভিন্ন প্রকল্প গ্রহণ করা এবং তা বাস্তবায়ন ।

উল্লেখ্য, এ বছর হজের কার্যক্রম শুরু হবে ৯ সেপ্টেম্বর শুক্রবার। সেদিন পবিত্র মসজিদ কাবা শরিফের সম্মানিত ইমাম জুমার খুতবায় হজের সার্বিক দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন। অতপর হজযাত্রীরা নামাজের পর থেকেই মিনা অভিমুখে রওনা হবেন।

অবশেষে আরাফার দিন ১১ সেপ্টেম্বর ৯ জিলহজ পবিত্র কাবা শরিফের পুরনো গিলাফ পরিবর্তন করে নতুন গিলাফ (কিসওয়া) পরানো হবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.