ব্রাজিলের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা নেইমার

0

অনলাইন ডেক্স : বিশ্বকাপের বাছাইপর্বের খেলায় কলম্বিয়ার বিপক্ষে ফের জ্বলে উঠলেন নেইমার। তার জ্বলে ওঠা ম্যাচে জিতলো ব্রাজিলও, ২-১ গোলে। ব্রাজিলের মানাসের অ্যামাজোনিয়া স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে জয়সূচক গোলটিই নেইমারকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। ব্রাজিলের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা এখন নেইমার! স্পর্শ করেছেন কিংবদন্তী জিকোকে।

এটি জাতীয় দলের হয়ে নেইমারের ৪৮তম গোল। ৭২ ম্যাচ খেলে এ গোলগুলো করেছেন বার্সেলোনা ফরোয়ার্ড। সমসংখ্যক গোল করতে জিকোর লেগেছে ৭১ ম্যাচ। তার মানে, ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার তালিকায় নেইমারের ওপরে রয়েছেন আর মাত্র তিনজন ব্রাজিলিয়ান। তারা হলেন রোমারিও, রোনালদো আর পেলে।

৯১ ম্যাচে ৭৭ গোল করা পেলে সবার ওপরে। দ্বিতীয় স্থানে রয়েছেন রোনালদো। ৯৮ ম্যাচে জাতীয় দলের প্রতিনিধিত্ব করে নামের পাশে যোগ করেছেন ৬২ গোল। আর ৭০ ম্যাচে ৫৫ গোল করা রোমারিও রয়েছেন সর্বোচ্চ গোলদাতার তালিকার তৃতীয় স্থানে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.