মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

0

এম আনোয়ার হোসেন, মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ১ জন আহত ও ২ জন নিহত হয়েছে। রবিবার (১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫ টার সময় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের মস্তাননগর এলাকায় ট্রেনে কাটা পড়ে মারা যায় এক কাঠুরিয়া।

ওই কাঠুরিয়ার নাম নুর ইসলাম (৪০)। সে উপজেলার ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কাঁটাবিল গ্রামের মৃত রুহুল আমিনের পুত্র।

রবিবার বিকেলে পাহাড় থেকে কাঠ সংগ্রহ করে বাড়ি ফেরার সময় ট্রেনে কাটা পড়ে মারা যায় নুর ইসলাম। সে ৩ পুত্র ও ১ কন্যা সন্তানের জনক।
অপরদিকে রবিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭ টার সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বড়তাকিয়া বাজার এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় চট্টগ্রামগামী এস আলম পরিবহণের একটি বাস চাপায় ঘটনাস্থলে নিহত হয় এক নারী এবং আহত হয় এক শিশু।

নিহত নারীর নাম খালেদা আক্তার (৩৫)। সে উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের আমবাড়িয়া গ্রামের আমিনুর রহমানের স্ত্রী।
একই সময় বাসের ধাক্কায় গুরুতর আহত হয় ওই নারীর পুত্র সাব্বির হোসেন (২)। তাকে স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়।
জোরারগঞ্জ চৌধুরীহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফরিদ উদ্দিন সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত ও এক শিশু আহতের সত্যতা স্বীকার করেন।
তিনি বলেন, এস আলম পরিবহণের যাত্রীবাহী বাসটি (ঢাকা-মেট্টো-ব-১১-০৮০৭) আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.