খুলনায় জুট মিল ঐক্য পরিষদের সড়ক অবরোধ

0

সিটিনিউজবিডিঃ ৫ দফা দাবিতে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ–নন সিবিএ ঐক্য পরিষদ খুলনায় সড়ক অবরোধ কর্মসূচি করেছে।  রবিবার সকাল ১০টা থেকে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৭টি জুট মিলের শ্রমিকরা নগরীর নতুন রাস্তা মোড়ে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন।

এ সময় যশোর-খুলনা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ৫ দফা দাবি আদায়ের জন্য কয়েক মাস ধরে রাষ্ট্রায়ত্ত জুট মিলের শ্রমিকরা আন্দোলন করে আসছিলেন। ৬ মে ঢাকায় সংবাদ সম্মেলন করে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ ১৬ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করে। ঘোষিত কর্মসূচি সড়ক অবরোধ পালনের মধ্য দিয়ে শেষ হলো।

সড়ক অবরোধ কর্মসূচি পালনের আগে খালিশপুরের জুট মিলগুলোর সামনে শ্রমিকরা জড়ো হয়। পরে তারা মিছিলসহকারে নতুন রাস্তা মোড়ে এসে রাজপথ অবরোধ কর্মসূচি শুরু করেন। পরিষদের আহ্বায়ক মো. সোহরাব হোসেন বলেন, ‘আমাদের ৫ দফা দাবি মেনে নেওয়া না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.