গ্রিসের খাদ্যমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের বৈঠক

0

অনলাইন ডেস্ক : গ্রিসের পল্লী উন্নয়ন ও খাদ্য বিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত জসীম উদ্দিন। সম্প্রতি এথেন্সে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের কৃষি বিষয়ক সহযোগিতা নিয়ে আলোচনা করেন রাষ্ট্রদূত।

গ্রিসের প্রধান দু্ই কৃষি পণ্য জলপাই এবং স্ট্রবেরি খামারে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অধিকার রক্ষা এবং এসব খাতে আরো বেশি সংখ্যক বাংলাদেশি শ্রমিক নিয়োগের সম্ভাবনার বিষয়টি তুলে ধরেন জসিম উদ্দিন।

এসময় কৃষি বিষয়ে বিভিন্ন চুক্তি স্বাক্ষরের ব্যাপারে আলোচনা হয়। বৈঠকে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এছাড়া বৃহস্পতিবার গ্রিসের রাষ্ট্রীয় প্রচার সংস্থা ইআরটি এর প্রেসিডেন্ট দিয়োনিসিজ সাকনিস এর সাথে বৈঠকে মিলিত হন। সংস্থার সদর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের রাষ্ট্রীয় প্রচার মাধ্যমের সহযোগিতার বিষয়ে আলোচনা করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.