কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু রোববার

0

সিটিনিউজবিডি : দীর্ঘদিন বন্ধ থাকার পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক শিক্ষার্থীরা হলে আসতে শুরু করেছেন।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর থেকে আবাসিক শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তিনটি এবং ছাত্রীদের একমাত্র হল খুলে দেওয়া হয়।

নিরাপত্তার স্বার্থে হল প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতিতে শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখে এবং স্বাক্ষর নিয়ে হলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে।

কুবির শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক ছাত্র ও লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী মহিউদ্দীন সজীব বলেন, অনেকদিন পর হলে ফিরেছি ভালো লাগছে। এমন বন্ধ কখনোই আশা করি না।

বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট মেহেদী হাসান বলেন, কোনো অছাত্র, সন্ত্রাসী যেন হলে প্রবেশ করতে না পারে, এজন্য আমরা প্রত্যেক শিক্ষার্থীকে যাচাই করে হলে ঢুকতে দিচ্ছি।

বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে ছাত্রলীগ নেতা খালেদ সাইফুল্লাহর মৃত্যুর পর ১ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়। ওই দিনই শিক্ষার্থীদের হল ত্যাগেরও নির্দেশ দেওয়া হয়। ৫৫ দিন বন্ধ থাকার পর রোববার (২৫ সেপ্টেম্বর) থেকে একাডেমিক কার্যক্রমও চালু হচ্ছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.