উপজেলায় সংরক্ষিত  নারী আসনে ভোটগ্রহণ শুরু

0

সিটিনিউজবিডি  :    চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সোমবার সকাল ৮টায় শুরু হয়ে ভোটগ্রহণ চলবে বেলা ২টা পর্যন্ত। এ নির্বাচনের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ উপজেলা পরিষদ গঠন হবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ পরিচালক  জানান, ৩৭৭টি উপজেলার ১ হাজার ২৪৫টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ নির্বাচনে মোট প্রার্থী ২ হাজার ৫৩৬ জন। আর মোট ভোটার রয়েছেন ১১ হাজার ১৬৮ জন।

ইসি সূত্র জানায়, ৪৭৩টি উপজেলার মধ্যে ৯৬টি উপজেলায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ৩০১ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ১০টি উপজেলার ১৬টি আসনে কোনো প্রতিদ্বন্দ্বী পায়নি নির্বাচন কমিশন (ইসি)। ওই উপজেলাগুলোতে আবার তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

 

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.