মোবাইল কোর্ট আইন সংশোধন হচ্ছে

0

জুবায়ের সিদ্দিকীঃ  মোবাইল কোর্ট আইন সংশোধন করে ম্যাজিস্ট্রেটের ব্যাপক ক্ষমতা যোগ হচ্ছে। অপরাধী দোষ স্বীকার না করলেও নির্বাহী ম্যাজিস্ট্রেট পারিপার্শ্বিক অবস্থা বিচারে অভিযুক্তকে দন্ড দিতে পারবেন। অপরাধী পালিয়ে গেলেও তার বিরুদ্ধে থানায় মামলা করার হুকুম দেয়া যাবে। মামলার সাক্ষ্য প্রমান হিসাবে আমলে নিতে পারবেন সংঘটিত অপরাধের ছবি ও অডিও-ভিডিও ক্লিপ। পাশাপাশি ম্যাজিস্ট্রেটের চাহিদামাফিক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন বাধ্যবাধকতা আরোপ করে আইন সংশোধনের খসড়া চূড়ান্ত করা হচ্ছে।

এই খসড়াটি অনুমোদনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রালয়ের থেকে মন্ত্রীপরিষদের মন্ত্রালয়ে পাঠানো হয়েছে বলে জানা গেছে। এতে করে সংশোধন হচ্ছে, মোবাইল কোর্ট আইন । ক্ষমতা বাড়ছে ম্যাজিস্ট্রেটের। সাক্ষীর মর্যাদায় ছবি, অডিও ও ভিডিও ক্লিপ। পালিয়ে গেলেও হবে মামলা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.