রাঙামাটিতে পর্যটকদের ভিড়

0

পর্যটন ও পরিবেশ : আজকাল উৎসব ঘিরে পর্যটকদের ভিড় বেড়েছে পর্যটন শহর রাঙামাটিতে। এ লক্ষ্যে নতুন রুপে সাজছে পর্যটন নগরী রাঙামাটি।

এবার পর্যটকদের ভিড় জমেছে রাঙামাটি জেলার সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যন্ত। বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে সাজেকভ্যালিতে গড়ে তোলা হয়েছে বিশ্বমানের পর্যটন অবকাঠামো। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সাজেকভ্যালিতে গড়ে উঠেছে উন্নতমানের পর্যটন স্থাপনা ও অবকাঠামো। সাজেকভ্যালি এমন নৈসর্গিক যেখানে বিস্তৃত উঁচু পাহাড় জুড়েছে সবুজ প্রান্তরে। সাজেকভ্যালি এখন বাংলাদেশের পর্যটনের জন্য অপার সম্ভাবনাময় অঞ্চল। কাজে লাগালে এটি হবে বাংলাদেশের দার্জিলিং।

ভারতের মিজোরাম রাজ্যের সীমান্ত সংলগ্ন পাহাড়বেষ্টিত বিশাল উচুভূমির ওই সাজেকভ্যালির অবস্থান বাংলাদেশের পার্বত্য জেলা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে। উপজেলা সদর থেকে যার দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার।

রাঙামাটি সরকারি পর্যটন ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, প্রতি বছর ঈদ উৎসব ঘিরে গোটা কমপ্লেক্স উৎসবমুখর হয়ে ওঠে। দলে দলে আপনজন ও পরিবার-পরিজন নিয়ে ছুটে যায় স্থানীয় লোকজনও।

রাঙামাটি শহরে সরকারি পর্যটন কমপ্লেক্সের মোটেল ছাড়াও রয়েছে অনেকগুলো ভালোমানের আবাসিক হোটেল। অন্যদিকে সরকারি রেস্ট হাউসগুলোতেও পর্যটকদের ভিড় বেড়েছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.