হাসনাত-তাহমিদকে ৫৪ ধারা থেকে অব্যাহতি

0

সিটিনিউজবিডি : রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনায় ৫৪ ধারায় আটক হাসনাত রেজা করিম ও তাহমিদ হাসিব খানকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বুধবার সকালে ঢাকা মহানগর হাকিম নূর নবীর আদালত শুনানি শেষে তাদের দু’জনকে অব্যাহতির আদেশ দেন।

এর আগে আটক সন্দেহভাজন হাসনাত করিম ও তাহমিদ হাসিব খান গুলশান হামলায় জড়িত নয় মর্মে তাদের অব্যাহতি দিতে আদালতে প্রতিবেদন দাখিল করেন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট।

গত ২৮ সেপ্টেম্বর ডিএমপির কাউন্টার টেরোরিজম বিভাগের পরিদর্শক মো. হুমায়ুন কবীর তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না পাওয়ায় ৫৪ ধারার অভিযোগ থেকে অব্যাহতির এই আবেদন করেন।

বুধবার ঢাকা মহানগর হাকিম আদালত এই আবেদনের শুনানি শেষে তাদের অব্যাহতি দেন।

সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রওনক কুমার ভক্ত এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত ৩ আগস্ট রাত বসুন্ধরা আবাসিক এলাকা থেকে হাসনাত রেজা করিম ও তাহমিদ হাসিব খানকে গ্রেফতার করার কথা জানায় পুলিশ।

পরে তাদের কয়েক দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

তবে গ্রেফতারের আগে গুলশান হামলার জিম্মিদশা থেকে মুক্ত হওয়ার পর হাসনাত করিমের খোঁজ তার পরিবার পায়নি বলে জানায়।

এদিকে হাসনাত করিম গ্রেফতারের পর থেকে কারাগারে আটক আছেন। তিনি ৫৪ ধারায় থেকে অব্যাহতি পেলেও গুলশান হামলা মামলার আসামি।

অপরদিকে গত ২ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট লস্কর সোহেল রানার আদালত তাহমিদ হাসিব খানের জামিন দেন। এরপর তিনি কারাগার থেকে মুক্ত হন।

গত ১ জুলাই রাতে গুলশানে হলি আর্টিজানে ১৭ বিদেশিসহ ২০ জনকে হত্যা করে জঙ্গিরা। এছাড়া তাদের হামলায় পুলিশের দুই কর্মকর্তা নিহত হন।

পরে সেখানে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে পাঁচ হামলাকারীসহ ছয়জন নিহত হয়।

ওই জঙ্গি হামলায় হাসনাত রেজা করিম ও তাহমিদ হাসান খান হলি আর্টিজান রেস্তোরাঁয় জিম্মিদশা থেকে মুক্ত হন।

পরে এই হামলার ঘটনায় তাদের সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় আটক করে পুলিশ। এছাড়া হাসনাত করিমকে মামলায় আসামি করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.