চট্টগ্রাম ও ঢাকায় নিরাপত্তা জোরদার

0

সিটিনিউজবিডিঃ মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মুহাম্মদ মুজাহিদের মামলার আপিলের রায়কে কেন্দ্র করে মঙ্গলবার চট্টগ্রাম ও ঢাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। রায়ের পর চট্টগ্রাম ও ঢাকায় সব ধরণের নাশকতামূলক কর্মকাণ্ড এড়াতে সতর্কাবস্থানে রয়েছেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অতিরিক্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সুপ্রীম কোর্ট এলাকাতে দায়িত্বরত রাখা হয়েছে। ঢাকায় সুপ্রীম কোর্ট এলাকাসহ যে সব এলাকা বেশী ঝুঁকিপূর্ণ- বিশেষ করে মগবাজার, পল্টন, খিলগাঁও, মিরপুর, যাত্রাবাড়ী, ধানমণ্ডিসহ বেশ কয়েকটি এলাকায় নিরাপত্তার অংশ হিসেবে উঁচু ভবনের ছাদে পুলিশের টহলের ব্যবস্থা করা হয়েছে। ঢাকায় গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কের সামনে অতিরিক্ত চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়াও ঢাকায় আদালত এলাকায় সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে প্রতিটি মানুষের গতিবিধি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.