চট্টগ্রামে আবাসন সংকট ও সিডিএ

0

জুবায়ের সিদ্দিকী : এদেশে গরীবের কোন মূল্য বা মূল্যায়ন নেই। শিক্ষা, স্বাস্থ্য বা বাসস্থানের কোন গ্যারান্টিও নেই। গরীবের চাল যায় ধনীর পেটে। গরীবের ঠিকানা বস্তি বা ফুটপাত। যে দেশে মন্ত্রীদের জন্য হচ্ছে অ্যাপার্টমেন্ট। তাতে অবাক হওয়ার কিছু নেই।

পূর্তমন্ত্রী বলেছেন, মিনিষ্টার্স অ্যাপাটমেন্ট নামের এই কাজের উদ্বোধন করা হয়েছে। ছয় তলা এই ভবনে থাকবেন ১০ জন মন্ত্রী।
চট্টগ্রাম নগরীতে আবাসন সমস্যা দীর্ঘদিনের। এই সমস্যা সমাধানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কোন মাথা ব্যথা নেই। এই সংস্থা করে যাচ্ছে উড়াল সেতু। এ কারণে নিচের রাস্তা হচ্ছে ধানের জমি। যানবাহন পড়ছে দুর্ঘটনায়। নগরীতে উন্নয়ন কর্মকান্ড হচ্ছে সমন্বয়হীনতার মাঝে।
যে যার খুশি রাস্তা খুঁড়ছে, দখল করছে। যেন কেউ দেখার নেই। নগরবাসীর দুর্ভোগ লাঘবে সিডিএ কোন বিহিত ব্যবস্থাই নেয়নি। ফ্ল্যাট বা জমি বরাদ্ধ দিচ্ছেনা সিডিএ। অতীতে সিডিএ প্লট দিলেও তা এখন বন্ধ।
মধ্যবিত্ত পরিবার পড়েছে বিড়ম্বনায়। বস্তির বাসস্থানও হয়ে উঠছে ভয়ংকর। নিরাপত্তাহীনতায় বস্তি থেকে মহল্লা। তারপরেও সরকারের কোন পদক্ষেপ নেই। সিডিএর ব্যর্থতা নগরবাসীর জন্য দুর্ভাগ্যজনক।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.