সিলেট পরিবহন শ্রমিকদের লাগাতার ধর্মঘট

0

সিটিনিউজবিডিঃ সিলেট জেলায় লাগাতার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সিলেট পরিবহন শ্রমিকদের তিনটি সংগঠন। পুলিশি হয়রানি বন্ধ ও অতিরিক্ত টোল আদায় বন্ধের দাবিতে মঙ্গলবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়েছে। জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন, ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন এবং ট্যাঙ্ক-লরি শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এ ধর্মঘট আহবান করলেও জেলা সড়ক পরিবহন শ্রমিক সংগ্রাম কমিটির ব্যানারে এ আন্দোলন চলেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জেলা ট্রাক ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. দিলু মিয়া ও সাধারণ সম্পাদক আব্দুল গফুর বলেন, প্রয়োজনে পরিবহন ধর্মঘট আরো বড় পরিসরে হবে। যদি দাবি না মানা হয়, তাহলে সকল শ্রমিক সংগঠন ঐক্যবদ্ধ হয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করবো। তাছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আলাপ-আলোচনা ও যোগাযোগ চলছে। সময়ের ব্যবধানে এ পরিবহন ধর্মঘটটি দেশব্যাপীও হতে পারে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.