চট্টগ্রামকে বিশ্বমানের মেগাসিটিতে উন্নীত করা হবে : সিটি মেয়র

0

সিটিনিউজবিডি : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালনায় জাতি-ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সকলের সার্বিক সহযোগিতা রয়েছে।
তিনি বলেন, অশুভ শক্তির বিনাশ, ঐক্য ও মহামিলনের প্রতীক দূর্গোৎসব যুগ যুগ ধরে সনাতনী ধর্মীয় সম্প্রদায়ের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতির সেতুবন্ধন রচনা করে যাচ্ছে। প্রতি বছর দূর্গোৎসবের মধ্যে দিয়ে অসৎ ও অন্যায়ের বিরুদ্ধে সত্য, সুন্দর ও ন্যায় প্রতিষ্ঠা এবং শান্তি ও কল্যানে ব্রতী হওয়ার প্রেরনা যোগায়।
তিনি বলেন, চট্টগ্রামের পবিত্র ভূমিতে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রয়েছে। মেয়র নাগরিক সেবার স্বার্থে যে কোন ঝুঁকি গ্রহনে তিনি প্রস্তুত রয়েছেন বলে অভিমত ব্যক্ত করেন। নারী শক্তি মহামায়া দেবী দূর্গা । ১০ ধরনের অস্ত্রে সজ্জিত হয়ে ৯ দিন ব্যাপি যুদ্ধ শেষে মহিষাসুরকে পরাজিত ও হত্যা করে অত্যাচারীর পতন ঘটান।
সিটি মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেন, বাংলাদেশে হাজারো অত্যাচারি অসুরের উদ্ভব হয়েছে, তারা দেশ ও জাতিকে পেছনে নিয়ে যেতে চায়। দেশের উন্নয়ন ও অগ্রগতির চাকাকে চলমান রাখতে আজ আমাদের চেতনায় চাষ করতে হবে মানবিক গুণাবলি। চট্টগ্রামকে সকলের জন্য বাসপোযোগী, নান্দনিক ও বিশ্বমানের মেগাসিটিতে উন্নিত করা হবে। এ লক্ষে কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি নগরীর ২৮৪ টি পূজা মন্ডপে শান্তি শৃংখলা রক্ষা সহ সার্বিক নিরাপত্তা বিধানে প্রশাসনের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
মেয়র চট্টগ্রাম মহানগর থানা, ওয়ার্ড ও মন্ডপ ভিত্তিক পূজা উদযাপন কমিটি, কাউন্সিলর, সমাজ সেবক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী ও পেশার সকলকে সাধুবাদ জানান।
আজ ১১ অক্টোবর মঙ্গলবার বিকেলে নগরীর পতেঙ্গা সী বীচে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন এ সব কথা বলেন।
চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা অরবিন্দ পাল অরুপ প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, নিছার উদ্দিন আহমদ মঞ্জু, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রিয় কমিটির সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট চন্দন তালুকদার। বিশেষ অতিথি কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, হাসান মুরাদ বিপ্লব, শৈবাল দাশ সুমন, সংরক্ষিত ওয়ার্ড কউন্সিলর নিলু নাগ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজিত দাশ। প্রতিমা বিসর্জন অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন পরিষদের দপ্তর সম্পাদক সুমন চৌধুরী এবং সহ সাংগঠনিক সম্পাদক শ্যামল মজুমদার।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বিদ্যা লাল শীল, সাবেক সাধারণ সম্পাদক লায়ন আশিষ ভট্টচার্য, অর্পন কান্তি ব্যানার্জী, কেন্দ্রীয় পূজা পরিষদের সদস্য স্বরুপ চৌধুরী শাওন, মহানগরের সাবেক সাধারন সম্পাদক সুমন দেবনাথ। পতেঙ্গা থানার সভাপতি সৈকত মহাজন সাজু, সাধারণ সম্পাদক সুমন দেব, ইপিজেড থানার সভাপতি শীমুল কুমার শীল, সাধারণ সম্পাদক শ্যামল কান্তি শীল, সীবিচ ব্যবসায়ী সমিতির সভাপতি ওয়াহিদুল আলম।
এছাড়াও আলোচনা করেন মহানগর পূজা উদযাপন পরিষদ ও থানা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ শফিকুল মান্নান সিদ্দিকী, নির্বাহী প্রকৌশলী অসিম বড়ুয়া, ঝুলন কান্তি দাশ, উপসচিব আশেক রসুল চৌধুরী টিপু, জনসংযোগ কর্মকর্তা মো. আবদুর রহিম, আশুতোষ দে, বিবেক কান্তি দে, উপ সহকারী প্রকৌশলী আশিকুল ইসলাম, মোহাম্মদ আলীসহ অন্যরা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.