চট্টগ্রামে চাল নিয়ে চালাকিতে ব্যবসায়ীদের চালবাজি

0

ষ্টাফ রিপোর্টার : চট্টগ্রামে এখন চালের বাজার থমথমে। বাজারে যে উর্ধ্বগতি ছিল তা থেমেছে। দিনাজপুরে চালের মোকামে নজর দেওয়াতে প্লাষ্টিক বস্তার পরিবর্তে চটের বস্তা ব্যবহারে সাফল্য এসেছে। মোটা চালের দামও কমবে বলে মনে করছেন চাউল ব্যবসায়ী ও আড়তদারগন। একটি সিন্ডিকেট সক্রিয় থাকায় চালের দাম অস্বাভাবিক বাড়ছে মনে করছেন সচেতন মহল।

চট্টগ্রামে চালের সবচেয়ে বড় পাইকারী বাজার পাহাড়তলী ও চাক্তাইয়ের আড়তদার এবং পাইকারদের সাথে আলাপে জানা গেছে, মোটা চালের দাম বেড়েছে যার জন্য সিন্ডিকেট গড়ে উঠা ও মোকামকে দায়ী করা হচ্ছে। তবে নওগাঁ ও দিনাজপুরে চালকল মালিকেরা বেশীদামে চাল কিনতে হচ্ছে বলে বেশি দামে বিক্রি করতে হচ্ছে বলে সেখানকার ব্যবসায়ীদের অভিমত।

তবে রিয়াজউদ্দিন বাজারের এক মুদি ব্যবসায়ী বললেন, চাউল নিয়ে চালাকি ও চালবাজিতে চালের বাজার অস্তির। অস্বস্তিতে আছেন ক্রেতারা।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.