চীনা কমিউনিষ্ট পার্টির বন্দর পরিদর্শন

0

সিটিনিউজবিডি  :    চীনা কমিউনিষ্ট পার্টির ছয় সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। এর আগে প্রতিনিধি দলটি চট্টগ্রাম রপ্তানী প্রক্রিয়াজাতকরন অঞ্চল সিইপিজেডও পরিদর্শন করেছে।

সকাল সাড়ে দশটার দিকে চীনের আর্ন্তজাতিক সম্পর্ক বিষয়ক উপমন্ত্রী কু ইয়ো জো’র নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দলটি চট্টগ্রাম বন্দর ভবনে আসে। বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল নিজাম উদ্দিন আহমদের নেতৃত্বে উর্ধ্বতন কর্মকর্তারা তাদেরকে স্বাগত জানান।

বন্দরের বোর্ড রুমে চীনের প্রতিনিধি দলটির সাথে বন্দর কর্মকর্তাদের প্রায় ৩০মিনিট বৈঠক হয়। এরপর তারা বন্দরের চিটাগাং কন্টেইনার টার্মিনাল এবং নিউমুরিং কন্টেইনার টার্মিনাল পরিদর্শন করেন।

বন্দর সচিব ওমর ফারুক জানিয়েছেন, “বোর্ড রুমের বৈঠকটিতে বন্দরের কাজকর্মের সংক্ষিপ্ত চিত্র তুলে ধরা হয়, বন্দরের সক্ষমতা, সাম্প্রতিক উন্নয়ন কার্যক্রম এবং ভবিষ্যত পরিকল্পনাও চীনের প্রতিনিধি দলকে অবহিত করা হয়।”

“বৈঠকে পর তারা সরেজমিনে সিসিটি ও এনসিটির কার্যক্রম ঘুরে দেখেন, জানান ওমর ফারুক।

এরআগে ছয় সদস্যের প্রতিনিধি দল ইপিজেডে বেপজা কর্মকর্তাদের সাথে বৈঠক করেন এবং ইউনিভার্সেল জিন্স ও ডেনিম প্লাস নামের কারখানা পরিদর্শন করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.