বোয়ালখালীতে আগুনে পুড়ল বসতঘর

0

বোয়ালখালী প্রতিনিধি : গতকাল ১৫ অক্টোবর শনিবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মধ্যম কধুরখীল গ্রামের কুয়েত নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এসএম আবুল কালামের বাড়ীতে আগুন লাগে। এতে আবদুল মাবুদের ঘর পুড়ে গেছে।
স্থানীয়রা ও বোয়ালখালী ফায়ার সার্ভিস প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছে স্থানীয় ইউপি সদস্য আবদুল মান্নান।
তিনি জানান, রাষ্ট্রদূত এসএম আবুল কালাম ও পাশাপাশি থাকা অবসর প্রাপ্ত ফায়ার সার্ভিসের চালক আবদুল মাবুদের দোতলা পাকা ঘরের টিনের চালে আগুন ধরে।
এতে রাষ্ট্রদূত এসএম আবুল কালামের ঘরে তেমন ক্ষয়ক্ষতি না হলেও আবদুল মাবুদের দোতলা ঘর পুড়ে গেছে। এতে ৫লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইউপি সদস্য আবদুল মান্নান।
বোয়ালখালী ফায়ার সার্ভিসের ইনচার্জ নারায়ণ চক্রবর্তী জানান, শনিবার রাত ১০টা ৪৭ মিনিটের দিকে খবর পেয়ে প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নেভানো হয়েছে।
বৈদ্যুতিক শট সার্কিট থেকে সৃষ্ট আগুনে আবদুল মাবুদের ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হলেও ২০লক্ষাধিক টাকার সম্পদ রক্ষা করা গেছে। তবে কেউ হতাহত হননি।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.