স্ত্রীর অভিযোগে স্বামীর বিয়ে ঠেকালেন ইউএনও

0

বোয়ালখালী প্রতিনিধি : স্ত্রী’র অভিযোগের ভিত্তিতে স্বামীর দ্বিতীয় বিয়ে ঠেকালেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুল আলম।

রাউজান উপজেলার কচুখাইন গ্রামের মৃত ইউনুচর ছেলে মো. রফিক (৫৫) বর সেজে বোয়ালখালী উপজেলার খরণদ্বীপ ইউনিয়নের বাদশা মিয়ার ১৪ বছরের কন্যা অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করতে যাচ্ছিলেন।
এ সংবাদ পেয়ে মো. রফিকের স্ত্রী ইয়াসমিন আকতার (৪০) তার স্বামীর বিরুদ্ধে বাল্য বিবাহ রোধের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে গতকাল রোববার লিখিত আবেদন জানান।
আবেদনের প্রেক্ষিতে বর মো. রফিক ও ১৪ বছরের কনের পিতা বাদশা মিয়া ও সৎমা রোজী আকতারকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে ডাকা হয়।
আজ ১৭ অক্টোবর সোমবার দুপুরে নির্বাহীর কার্যালয়ে উপস্থিত হলে কনের সৎ মা রোজী আকতার ও বাবা বাদশা মিয়াকে বাল্য বিবাহ নিরোধ আইন ১৯২৯ এর ৬ ধারায় ১হাজার টাকা করে এবং বর মো. রফিকে একই আইনের ৪ধারায় ১হাজার টাকা জরিমানা করে করেছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া কনের পিতা ও সৎমায়ের কাছ থেকে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে না দেয়ার শর্তে মুচলেকা নেয় আদালত। উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুল আলম এ আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহবুবুল আলম জানান, রফিকের স্ত্রী’র অভিযোগে ভিত্তিতে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
মো. রফিকের স্ত্রী ইয়াসমিন আকতার (৪০) জানান, ১৯৯৫ সালে পহেলা জুন তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ২১ বছরের সংসারে তিন সন্তানে জন্ম হয়। বড় ছেলে ইয়াসিন আরফাত (১৯) মালেশিয়ার হেল্প ইউনির্ভাসিটিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশুনা করছে। দ্বিতীয় কন্যা সাদিয়া আরাফাত (১৭) ইসলামিক ইউনির্ভাসিটি অব চিটাগাং ইংরেজী ১ম বর্ষে অধ্যয়নরত। তৃতীয় কন্যা সামিনা আরাফাত (১২) নগরীর সানমুন স্কুল এন্ড কলেজের ৭মশ্রেণিতে পড়াশুনা করছে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.