৭২ ঘন্টার মধ্যে ক্ষমা প্রার্থনা না করলে সাংসদের বিরুদ্ধে কঠোর কর্মসূচী

0

গোলাম সরওয়ার : চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সদস্য, দৈনিক পূর্বদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার রাহুল দাশকে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান কর্তৃক দেয়া প্রাণনাশের হুমকির প্রতিবাদে সিইউজে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন বাঁশখালীর সংসদ সদস্যের দেয়া হুমকি দু:খ জনক।

বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমানকে আগামী ৭২ ঘন্টার মধ্যে রাহুল দাশের কাছে নিশর্ত ক্ষমা প্রার্থনা করতে হবে তা না হলে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন আগামীতে সাংসদ মোস্তাফিজুর রহমানের কুশ পুত্তলিকা দাহ, তার কার্যালয় ঘেরাও ও প্রধানমন্ত্রীর কাছে স্মারক লিপি পেশ সহ আরো কঠোর কর্মসূচী দেবে।
সমাবেশে বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তথ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান।
সিইউজের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক স্বরূপ ভট্টাচার্যের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিইউজের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সাবেক সভাপতি ও বিএফইউজের সাবেক সহসভাপতি এম নাসিরুল হক, মোস্তাক আহমদ, আবু তাহের মোহাম্মদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি আলী আব্বাস, সিইউজের সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামল, সাবেক যুগ্ম সম্পাদক ম. শামসুল ইসলাম, চট্টগ্রাম প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক শহিদুল্লাহ শাহরিয়ার, সিইউজের সাংগঠনিক সম্পাদক সবুর শুভ, পূর্বদেশ ইউনিট প্রধান বাবুল চৌধুরী, প্রিয় চট্টগ্রাম ইউনিট প্রধান আবদুর রউফ পাটোয়ারী, টেলিভিশন ইউনিটের উপ প্রধান মাসুদুল হক, সাংবাদিক অনিন্দ্য টিটো, রাহুল দাশ, প্রিতম দাশ প্রমূখ।
সমাবেশে একাত্বতা ঘোষণা করেন চট্টগ্রাম প্রেসক্লাবের আপ্যায়ন সম্পাদক আইয়ুব আলী, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নেতা লতিফা রুনা, চট্টগ্রাম সংবাদপত্র কম্পিউটার অপারেটর এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক কায়েস চৌধুরী প্রমূখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.