সকলকে পাপ কর্ম থেকে বিরত থাকার আহবান জানান – মেয়র আ জ ম নাছির উদ্দীন

0

গোলাম সরওয়ার  :   চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নবাগত মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন পবিত্র রমজানুল মোবারক মাসকে স্বাগত জানিয়ে মেয়র বলেন, পবিত্র এ মাসে সন্ত্রাস, হানাহানি, রাহাজানি থেকে বিরত থাকা, দ্রব্যমূল্য বৃদ্ধি না করা, খাদ্যে ভেজাল না দেয়া সহ শান্তি ভঙ্গ ও রমজানের পবিত্রতা ক্ষুন্ন হয় এমন ধরনের পাপ কর্ম থেকে বিরত থাকার আহবান জানান।

মেয়র মহাপবিত্র এই রমজান মাসের পবিত্রতা রক্ষা করার জন্য বার আউলিয়ার পূণ্যভূমি চট্টগ্রাম নগরবাসীর প্রতি আহবান জানিয়েছেন।

তিনি আরো বলেন পবিত্র কোরআন এ এরশাদ করা হয়েছে, ‘হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা খোদা- ভীরু হও।’ প্রিয় নবী সাল্লালাহু আলাইহি ওয়াছাল্লাম হাদীস শরীফে এরশাদ করেছেন, ‘আল্লাহপাক বলেন, রোজা শুধু আমার জন্য এবং আমি নিজেই তার প্রতিদান দেব।’

মেয়র নগরীর সুস্থ পরিবেশ সুরক্ষার স্বার্থে এবং রোজাদারদের রোজা পালনের স্বার্থে ময়লা-আবর্জনা নির্ধারিত ডাষ্টবিনে ফেলার আহবান জানান।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.