টেলিটক কর্মীদের কর্মবিরতি

0

তথ্য ও প্রযুক্তি : বেতন-ভাতা বাড়ানোর দাবিতে টেলিটকের কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান কর্মসূচি ও কর্মবিরতি পালন করছেন। আজ (২৪ অক্টোবর) সোমবার সকাল থেকে গুলশানে টেলিটকের প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন শুরু করেন তারা।

টেলিটক এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (টেওয়া) সাধারণ সম্পাদক কামরুজ্জামান জানান, এর আগেও তারা বেতন-ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করেছিলেন। তখন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম তাদের দাবি মেনে বেতন-ভাতা ১০০ শতাংশ বাড়ানোর আশ্বাস দিয়েছিলেন। অথচ বোর্ড মাত্র ৫০ শতাংশ বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবুও শুধু মূল বেতনের ৫০ শতাংশ, যেখানে ভাতা বাড়ানোর কোনো কথা বলা হয়নি।

কামরুজ্জামান বলেন, বর্তমানে টেলিটকের যে আয় তাতে কর্মচারীদের বেতন-ভাতা দিতে খরচ হয় মোট আয়ের মাত্র তিন শতাংশ। শতভাগ বেতন-ভাতা বাড়ালে কর্মচারীদের মোট আয়ের মাত্র সাড়ে পাঁচ থেকে ছয় শতাংশ খরচ করতে হবে।

কর্মীরা জানান, শতভাগ বেতন-ভাতা বাড়ানোর দাবিতে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে টেলিটকের কর্মকর্তা-কর্মচারীরা কর্তৃপক্ষ বরাবর দাবি জানিয়ে আসছেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.