বোয়ালখালীর সামগ্রিক উন্নয়নে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে : জেলা প্রশাসক

0

বোয়ালখালী প্রতিনিধি : অপার সম্ভাবনাময় বোয়ালখালীতে পর্যটন শিল্প গড়ে তুলতে পারলে দেশ সমৃদ্ধ হবে বলে অভিমত ব্যক্ত করেছেন নবনিযুক্ত চট্টগ্রাম জেলা প্রশাসক শামসুল আরেফিন।

আজ ২৬ অক্টোবর বুধবার বোয়ালখালী উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত গণশুনানী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিমত ব্যক্ত করেন ।
তিনি বলেন বৃটিশ বিরোধী আন্দোলন, মুক্তিযুদ্ধ, সাহিত্য, সংষ্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐহিত্যবাহী বোয়ালখালীর সামগ্রিক উন্নয়নে যথাযথ পদক্ষেপ নেয়া হবে।
তিনি আরো বলেন, চীনের সাথে বাংলাদেশ সরকারের ২৪ মিলিয়ন ডলার ঋণচুক্তি স্বাক্ষরিত হয়েছে। যার অধিকাংশ বরাদ্ধ চট্টগ্রামের জন্য। এ প্রকল্পগুলো বাস্তবায়িত হলে চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতির স্বর্ণশিখরে পৌছবে।
নবনিযুক্ত চট্টগ্রাম জেলা প্রশাসক মাদকের বিরুদ্ধে সবাইকে যুদ্ধে অবতীর্ণ হওয়ার আহবান জানিয়ে বলেন, এ যুদ্ধ হচ্ছে সচেতনতা সৃষ্ঠির আন্দোলন। ভবিষ্যৎ প্রজম্মকে মাদকের ভয়বহতা থেকে রক্ষার জন্য এ আন্দোলন গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান প্রাথমিক শিক্ষক সমিতি, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, খেলাঘর, সম্মিলিত বৌদ্ধ পরিষদেরে নেতৃবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আকতার সুইটি, বোয়ালখালী পৌরসভার মেয়র হাজী আবুল কালাম আবু, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা নুরুল আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, আহমদ হোসেন কমান্ডার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার হারুন মিয়া, ইউপি চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, আবদুল মন্নান মোনাফ, মো. মোকারম, হামিদুল হক মন্নান, কাজল দে প্রমুখ।
উপ সহকারী কৃষি কর্মকর্তা গৌতম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা মতামত ব্যাক্ত করেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.