সাদার্ন ইউনিভার্সিটিতে “অ্যান্ড্রয়েড অ্যাপস” বিষয়ক কর্মশালা

0

সিটিনিউজবিডি : সাদার্ন ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের উদ্যোগে “অ্যান্ড্রয়েড অ্যাপস” বিষয়ক কর্মশালা সম্প্রতি ইউনিভার্সিটির কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

মূলত প্রযুক্তিকে কাজে লাগিয়ে “অ্যান্ড্রয়েড অ্যাপস’’ তৈরি ও ডিজাইনের বিভিন্ন কলাকৌশল সম্পর্কে ধারণা দিতে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারি শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষক শর্মি বড়ুয়া।
কম্পিউটার সাইন্স বিভাগের সহকারি অধ্যাপক ও কো-অর্ডিনেটর মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. শরীফুজ্জামান।
আরও উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স বিভাগের সহকারি অধ্যাপক মো. জমির আহমদ ও কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষকবৃন্দসহ শিক্ষার্থীরা। দিনব্যাপী এ কর্মশালায় কম্পিউটার সায়েন্স বিভাগের ৬০ জন শিক্ষার্থী অংশ নেন।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.