খালেদা জিয়ার ২৩ জুলাই আবার সাক্ষ্য গ্রহণ

0

সিটিনিউজবিডিঃ ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার বৃহস্পতিবার এই আদেশ দেন। দুই মামলার শুনানিতে হাজিরা দেওয়ার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সকাল ১০টা ৩৫ এ বকশিবাজারে পৌঁছান। আলিয়া মাদ্রাসা সংলগ্ন কারা অধিদপ্তর প্যারেড মাঠে বিশেষ এজলাসে জিয়া এতিমখানা ট্রাস্ট ও জিয়া দাতব্য ট্রাস্ট মামলার শুনানি চলছে। খালেদা জিয়ার বিরুদ্ধে সোয়া পাঁচ কোটি টাকা দুর্নীতির দুই মামলায় সাক্ষ্যগ্রহণ ও বাদীকে আসামিপক্ষের জেরার জন্য আগামী ২৩ জুলাই পরবর্তী দিন রেখেছে আদালত।

এর আগে গত ২৫ মে এ দুই মামলায় আদালতে হাজিরা দিতে এসে খালেদা জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় বাদীর দেওয়া সাক্ষ্য বাতিলের আবেদন করেছিলেন। বিচারক আবু আহমেদ জমাদার তা নাকচ করে দিলে খালেদার আইনজীবীরা হাই কোর্টে যান। এ বিষয়টি জজ আদালতে তুলে ধরে খালেদার আইনজীবীরা এদিন এতিমখানা দুর্নীতি মামলার শুনানি মুলতুবির আবেদন করেন।

খালেদার পক্ষে শুনানি করেন খন্দকার মাহবুব হোসেন, মাহবুবউদ্দিন খোকন ও অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া। দুদকের পক্ষে ছিলেন মোশাররফ হোসেন কাজল। শুনানি মুলতুবির আবেদন শুনে বিচারক খালেদার আইনজীবীদের জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদীর জেরা শুরু করতে বলেন।

এ সময় খালেদার আইনজীবীরা প্রস্তুতির অভাবের কথা বলে জেরা এড়ানোর চেষ্টা করেন। পরে আদালতের নির্দেশে খন্দকার মাহবুব হোসেন এ মামলার বাদী দুদকের উপ-পরিচালক হারুন অর রশিদকে জেরা শুরু করেন। আংশিক জেরা শেষে বিচারক দুই মামলার শুনানির জন্য ২৩ জুলাই দিন ঠিক করে দেন। ২০১১ সালের ৮ অগাস্ট জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। পরের বছর ১৬ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ চার জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা।

তেজগাঁও থানার এ মামলায় ক্ষমতার অপব্যবহার করে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

আর জিয়া এতিমখানা ট্রাস্টে অনিয়মের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় অন্য মামলাটি দায়ের করে দুদক। এতিমদের সহায়তার জন্য একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় এ মামলায়।

২০১০ সালের ৫ অগাস্ট খালেদা জিয়া, তার ছেলে তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে এ মামলায় অভিযোগপত্র দেন হারুনুর রশিদ। গতবছর ১৯ মার্চ বিএনপি চেয়ারপারসনের উপস্থিতিতে দুই মামলায় অভিযোগ গঠনের পর তার বৈধতা ও অভিযোগ গঠনকারী বিচারকের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে গিয়েছিলেন খালেদা জিয়া। তবে তার আবেদনগুলো আপিলেও খারিজ হয়ে যায়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.