বোয়ালখালীর চার কেন্দ্রে কাল পুন:ভোট

0

বাবর মুনাফ : আগামীকাল সোমবার বোয়ালখালীর চার কেন্দ্রে ইউপি নির্বাচনের পুন:ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গ্রহণ সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বোয়ালখালী উপজেলা প্রশাসন।

উপজেলা রির্টানিং অফিসারের কার্যালয় সূত্র জানা যায়, গত ২৮ মে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে চরণদ্বীপ ইউনিয়নে ৯নং ওর্য়াডের ঘাটিয়াল পাড়া কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইয়ের অভিযোগে ওই কেন্দ্রের নির্বাচন স্থগিত করা হয়।
ওই ইউনিয়নের আওয়ামীলীগের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী শামসুল আলম ১ হাজার ৬শত ৬৭ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। প্রতিদ্বন্ধি বিএনপি’র ধানের শীষ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মুজিবুত উল্লাহ মজু পেয়েছেন ২ হাজার ৫৪ ভোট।
এ কেন্দ্রে মোট ভোটার রয়েছেন ২ হাজার ৭৫ জন। এ ওর্য়াডে সংরক্ষিত মহিলা আসনে প্রার্থী বেলী আকতার চৌধুরী বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হওয়ায় চেয়ারম্যান ও ইউপি সদস্য পদে পুন:নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
অন্যদিকে সারোয়াতলী ইউনিয়নের ১,২,৩নং ওর্য়াডে সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী আনোয়ারা বেগম ও দিলুয়ারা বেগমের প্রাপ্ত ভোট সমান হওয়ায় এ তিন কেন্দ্রে শুধু মাত্র সংরক্ষিত মহিলা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে। সারোয়াতলীর তিন কেন্দ্রে ৭ হাজার ১শত ৭৩জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইলিয়াছ কামাল রিসাত জানান, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে দুইজন ম্যাজিষ্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। দুই প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। র‌্যাবের টহল দলের পাশাপাশি পর্যাপ্ত পুলিশ ও আনসার সদস্য কাজ করবে।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.