কাগতিয়ার গাউছুল আজম মুসলিম মিল্লাতের কাছে স্মরণীয় হয়ে থাকবেন

0

সিটিনিউজবিডি :  কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফের প্রতিষ্ঠাতা হযরত শায়খ ছৈয়্যদ গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হু তাঁর আধ্যাত্মিক কর্মকান্ড, সংস্কারমূলক জীবনাদর্শ, সুন্নীয়ত প্রচার ও যুব সংস্কারে গাউছিয়্যতময় সংগ্রামী জীবনের কারণে মুসলিম বিশ্বের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর রেখে যাওয়া আদর্শ মুসলিম বিশ্ব অনুসরণ করলেই ইসলামের হারানো ঐতিহ্য ফিরে আসবে।

রূহানী শক্তি দিয়ে সুন্নীয়ত প্রতিষ্ঠার ক্ষেত্রে তিনি এক যুগশ্রেষ্ঠ মডেল। বর্তমানের মত মুসলমানদের ক্রান্তিকালে এমন মনীষীর সোনালী জীবনাদর্শ তাদেরকে অত্যাচারিত, নিপীড়িত ও নির্যাতিত অবস্থা থেকে শান্তির পথ দেখাবে। তাই যাবতীয় ভুল বুঝাবুঝি বাদ দিয়ে সকলে তাঁর আদর্শের পথে ফিরে আসুন।
গতকাল ৪নভেম্বর শুক্রবার রাউজান হলদিয়া মো: আমির হাটস্থ মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ ২৬নং হলদিয়া শাখার স্থায়ী কার্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এশায়াত মাহফিলে বক্তরা এসব কথা বলেন।

সংগঠনের ২৬নং হলদিয়ার শাখার সভাপতি আলহাজ্ব আল্লামা জাফর আহ্মদ ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এশায়াত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এহসানুল হায়দার চৌধুরী বাবুল, বিশেষ অতিথি ইউপি চেয়ারম্যান বিশিষ্ট মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, চবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুর, মুনিরীয়া তবলীগ কমিটি বাংলাদেশ ওলামা পরিষদের সচিব আল্লামা কাজী মুহাম্মদ আনোয়ারুল আলম ছিদ্দিকী, মুহাদ্দিস আল্লামা মুহাম্মদ আশেকুর রহমান, মাওলানা জামাল উদ্দীন তালুকদার প্রমুখ। মাহফিলে প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব অধ্যাপক মুহাম্মদ ফোরকান মিয়া।

এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, অধ্যাপক মুহাম্মদ তসলিম উদ্দীন, অধ্যাপক অলি আহাদ চৌধুরী, আল্লামা ফজলুল হক মুনিরী। মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ছাড়াও সর্বস্তরেরধর্মপ্রাণ মুসলমানগণ উপস্থিত ছিলেন।মিলাদ-কিয়াম শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.