বোয়ালখালীর জাসদ নেতা মনছফ আলীর ইন্তেকাল

0

বাবর মুনাফ : জাসদ বোয়ালখালী উপজেলা কমিটির সভাপতি হাজী মনছফ আলী আর নেই ।

আজ ৬ নভেম্বর রবিবার সকাল সাড়ে সাতটায় তিনি ইন্তেকাল করেছেন। ( ইন্নালিল্লাহে ….রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর। তিনি তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
তিনি উপজেলার শাকপুরা ইয়াছিন তালুকদার পাড়ার মৃত হাজী আহসান উল্লাহ এর বড় ছেলে।
আজ বাদ আসর মরহুমের নিজ বাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মো. বাবর জানান, গুরুতর অসুস্থ মনছফ আলীকে হাসপাতালে আনা হলে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি অসুস্থ বোধ করলে সকালে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাসদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি সাংসদ মঈন উদ্দিন খান বাদল, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ, বোয়ালখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউল হক, পৌর সভার মেয়র হাজী আবুল কালাম আবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুল আলম, থানার অফিসার ইনচার্জ মো. সালাহ উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী, মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম জাহাঙ্গীর, মুক্তিযোদ্ধা এস এম সেলিম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বোয়ালখালী উপজেলা কমিটির সভাপতি অধ্যাপক কানাই দাশ, সাধারণ সম্পাদক জামাল আবদুল নাসের, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক মনির খান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো. হারুন মিয়া, বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি মো. শাহিনুর কিবরিয়া মাসুদ, সাধারণ সম্পাদক এস এম মোদ্দাচ্ছের, খেলাঘর বোয়ালখালী উপজেলা কমিটির সভাপতি আবুল ফজল বাবুল, সাধারণ সম্পাদক কাজল নন্দী, বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদের সমন্বয়ক বাবর মুনাফ প্রমুখ।

এ বিভাগের আরও খবর

আপনার মতামত লিখুন :

Your email address will not be published.